Friday, April 4, 2025

রাজবাড়ীতে ডিবি’র অভিযানে ১৩ মামলার আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার: রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে অস্ত্র,হত্যা ও মাদক মামলা সহ ১৩ মামলার আসামী মোঃ মাসুদ রানাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার মোঃ মাসুদ রানা সদর উপজেলার দয়ালনগরের মৃত আজগর আলী মন্ডলের ছেলে।

২৮সে ফেব্রুয়ারি সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ,রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজীব ।

তিনি জানান, রাজবাড়ী পুলিশ সুপার শামিমা পারভিনের নির্দেশনায় ২৮শে ফেব্রুয়ারি (শুক্রবার) বিকেলে ডিবি’র ওসি মফিজুল ইসলামের নেতৃত্বে একটি দল নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাজবাড়ী সদর থানাধীন দয়ালনগর সাকিনস্থ আসামী মাসুদ রানা’র বাড়ী’তে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয় । মাসুদ রাজবাড়ী সদর থানার এফআইআর নং-১০ জি.আর নং-১০ মামলার The Arms Act. 1878 এর 19-A; মামলার এজাহারনামীয় আসামী । এর আগে সে পলাতক ছিলো ।

তিনি আরোও জানান, গ্রেফতার মাসুদ একজন শীর্ষ সন্ত্রাসী, তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় হত্যা, অস্ত্র, মাদক ও মারামারি মামলাসহ মোট ১৩টি মামলা আছে। ‘

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here