Monday, December 30, 2024

রাজবাড়ীতে তিন প্রতিষ্ঠান মালিককে ১৬ হাজার টাকা জরিমানা

রাজবাড়ী জার্নাল ডেস্কঃ রাজবাড়ী ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠান মালিককে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রাজবাড়ী ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে মঙ্গলবার (৩০শে জানুয়ারি) জেলার কালুখালি উপজেলার মৃগী বাজারে বিভিন্ন বাজার তদারকির সময়ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় রাম মিষ্টান্ন ভান্ডারের মালিককে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে ৮হাজার টাকা ,আমিন স্টোরের মালিককে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে ৩হাজার টাকা, একই অপরাধে তুষার স্টোরের মালিক কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রাজবাড়ী ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, রাজবাড়ীর কালুখালি উপজেলার মৃগী বাজারে বিভিন্ন বাজার তদারকির সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩, ৪৫ ও ৫১ ধারার লঙ্ঘনজনিত বিভিন্ন অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এরুপ অভিযান অব্যাহত থাকবে ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here