Thursday, December 26, 2024

রাজবাড়ীতে দুইদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা’র উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ রাজবাড়ীতে দুইদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা’র উদ্বোধন করা হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (১৮ নভেম্বর) সকালে বীর মুক্তিযোদ্ধা শহিদ খুশি রেলওয়ে ময়দানে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ এর উদ্বোধন করা হয় ।

এ সময় ফিতা কেটে, বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। পরে রাজবাড়ী জেলার জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম. শফিকুল মোরশেদ আরুজ, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, স্থানীয় সরকারের উপ পরিচালক আসাদুজ্জামান রিপন, রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, সিভিল সার্জন মহোদয়ের প্রতিনিধি প্রমুখ।

ডিজিটাল বাংলাদেশের ধারায় অতিথিবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। পরে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় প্রায় ৮০ টি’র বেশি স্টল তাদের দফতরের উন্নয়ন মূলক বিভিন্ন দিক তুলে ধরে । আগামী ১৯শে নভেম্বর (শনিবার) সমাপ্ত হবে ডিজিটাল উদ্ভাবনী মেলার ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here