নিজস্ব প্রতিবেদকঃ রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়ান ইউনিয়নের সিঙ্গা নিজাতপুর এলাকায় গাছের সাথে লেগে দুই জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন ।
নিহতরা হলেন- রাজবাড়ীর হোসনাবাদ এলাকার আকবর শেখের ছেলে ফাকের শেখ (৩৩) ও দুলদি কেষ্টপুরের মৃত নজর আলীর ছেলে মোঃ মিলন (৩০)।
২৫শে এপ্রিল মঙ্গলবার দুপুরে পাচুরিয়ার নিজাতপুর সাবেক মেম্বার শওকত হোসেন এর বাড়ীর সামনে এ দূর্ঘটনা ঘটে । পরে স্থানীয় লোকজন তাদের উদ্বার করে রাজবাড়ী সদর হাঁসপাতালে পাঠায় । পরে কর্তব্যরত চিকিৎসক আহতদের শারীরিক অবস্থা গুরুতর হওয়ার কারণে ফরিদপুর মেডিকেল কলেজে রেফাড করেন।
ফরিদপুর মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়ার পথে ফকের শেখ সারে ৩টার দিকে মারা যায়। মোটরসাইকেল অপর আরোহী মোঃ মিলন (৩০) বিকাল সোয়া ৫টার দিকে ঢাকা নিয়ে যাওয়ার পথে সাভারে রাস্তায় উপরে মারা যায়।