রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর কালুখালিতে চার ও পঁাচ বছর বয়সি দুই ছেলে শিশুকে পাট ক্ষেতে নিয়ে বলৎকারের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক কিশোরের বিরুদ্ধে। এঘটনায় বুধবার বিকালে অভিযুক্ত ওই কিশোর(১৪)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত সোমবার বিকালে উপজেলার মাজবাড়ি ইউনিয়নের খামারবাড়ী দোপপাড়া গ্রামের শিয়ালমারা মাঠে এঘটনা ঘটে বলে জানায় কালুখালী থানার ওসি মোঃ জাহেদুর রহমান ।
মামলার বরাতে কালুখালী থানার ওসি মোঃ জাহেদুর রহমান জানান ,গত সোমবার বিকালে বিভিন্ন প্রলোভন দেখিয়ে দুই শিশুকে পাট ক্ষেতে নিয়ে বলৎকার করে প্রতিবেশি ওই কিশোর । আজ সকালে ওই দুই শিশুর একশিশু অসুস্থ হয়ে পড়লে বিষয়টি পরিবারের কাছে জানায়। এঘটনায় আজ এক শিশুর পরিবার থানায় এসে মামলা দায়ের করেছে।পরে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। অসুস্থ্য ওই শিশু চিকিৎসাধিন রয়েছে। ”