Tuesday, January 21, 2025

রাজবাড়ীতে দুটি আসনে নৌকা প্রার্থীর বিজয় ; জামানত হারালেন যারা

রাজবাড়ী জার্নালঃ  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ীতে দুটি আসনে নৌকা প্রতীকে আওয়ামীলীগের মনোনীত ২ প্রার্থী বিজয় লাভ করেছেন ।

রাজবাড়ী-১ (সদর-গোয়ালন্দ) আসনে নৌকা প্রতীকে ৯৭ হাজার ৩৪ ভোট পেয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী কেরামত আলী বিজয়ী হয়েছেন।

রাজবাড়ী-২ (পাংশা, কালুখালী, বালিয়াকান্দি) আসনে নৌকা প্রতীকে ২ লাখ ৩১ হাজার ৮৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. জিল্লুল হাকিম।

বেসরকারিভাবে নির্বাচনী ফলাফল ঘোষনা করছেন রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আবু কায়সার খান ,রাজবাড়ী জার্নাল – 

 

৭ জানুয়ারি (রোববার) রাত ৮টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু কায়সার খান। এ সময় রাজবাড়ী পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ, বিজিবি’র মেজর আঃ রহিম সহ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সোহাগ হোসেনসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানী সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

রাজবাড়ীতে দুইটি আসনে মোট ১২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন ।

রাজবাড়ী-১ (সদর-গোয়ালন্দ) আসনে নৌকা প্রতীকে ৯৭ হাজার ৩৪ ভোট পেয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী কেরামত আলী বিজয়ী হয়েছেন।

এ আসনে কাজী কেরামত আলীর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস ট্রাক প্রতীকে পেয়েছেন ৫৩ হাজার ১৩২ ভোট।

রাজবাড়ী-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু (লাঙ্গল) ১ হাজার ৬১৮ ভোট, তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী সোলার ইলেক্ট্রো বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান প্রকৌশলী ডি এম মজিবর রহমান (সোনালি আঁশ) ২ হাজার ৯১ ভোট, স্বতন্ত্র প্রার্থী সদরের মূলঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আ. মান্নান মুসল্লী (ঢেঁকি) ২ হাজার ৫৫২ ভোট ও স্বতন্ত্র প্রার্থী স্বপন কুমার সরকার (ঈগল) ৪৮৭ ভোট পেয়েছেন।

রাজবাড়ী-২ (পাংশা, কালুখালী, বালিয়াকান্দি) আসনে নৌকা প্রতীকে ২ লাখ ৩১ হাজার ৮৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. জিল্লুল হাকিম।

এ আসনে মো. জিল্লুল হাকিমের নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক ঈগল প্রতীকে পেয়েছেন ৪৬ হাজার ৪৬৬ ভোট।

রাজবাড়ী-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. শফিউল আজম খান (লাঙ্গল) পেয়েছেন ২ হাজার ৫৩৪ ভোট, তৃণমূল বিএনপির এস এম ফজলুল হক (সোনালি আঁশ) পেয়েছেন ৭৬৫ ভোট, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মো. আব্দুল মতিন মিয়া (মশাল) পেয়েছেন ২ হাজার ৬০২ ভোট ও মুক্তিজোটের মো. আব্দুল মালেক মণ্ডল (ছড়ি) পেয়েছেন ৮৪৭ ভোট।

রাজবাড়ী-১ আসনে ১৫৬ টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪১ হাজার ৮১ জন। এদেরমধ্যে ১ লাখ ৫৯ হাজার ৫৮৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এসব ভোটের মধ্যে থেকে বাতিল হয় ২ হাজার ৬৭০ ভোট।

অন্যদিকে রাজবাড়ী-২ আসনে ১৯৪ টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ২৮ হাজার ৩১৯ জন। এদেরমধ্যে ২ লাখ ৯১ হাজার ২৩৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এসব ভোটের মধ্যে থেকে বাতিল হয় ৬ হাজার ১৪০ ভোট।

জেলা নির্বাচন অফিসারের দেওয়া তথ্য মতে কোনো প্রার্থী যদি মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পান তাহলে তার জামানত বাজেয়াপ্ত হবে। নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমাদানের সময় ইসির নির্ধারিত ২০ হাজার টাকা করে জামানত দিতে হয়েছিল।

এ হিসেবে রাজবাড়ী-১ আসনে মোট প্রদত্ত ভোটের (১,৫৯,৫৮৪) আট ভাগের এক ভাগ (১৯,৯৪৮) ভোট না পাওয়ায় জাতীয় পার্টির প্রার্থী খন্দকার হাবিবুর রহমান বাচ্চু (লাঙ্গল), তৃণমূল বিএনপির প্রার্থী ডিএম মজিবুর রহমান (সোনালী আঁশ), স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান মুসল্লী (ঢেঁকি), স্বতন্ত্র প্রার্থী স্বপন কুমার সরকার (ঈগল) এই ৪ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে ।

অপরদিকে রাজবাড়ী-২ আসনে একইভাবে মোট প্রদত্ত ভোটের সংখ্যা (২,৮৫,০৯৮) আট ভাগের এক ভাগ (৩৬,৪০৫) না পাওয়ায় জাতীয় পার্টির প্রার্থী মো. শফিউল আজম খান (লাঙ্গল), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত প্রার্থী মো. আব্দুল মতিন মিয়া (মশাল), তৃণমূল বিএনপির প্রার্থী এস এম ফজলুল হক (সোনালী আঁশ), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আব্দুল মালেক মণ্ডল (ছড়ি) এই ৪ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে । ‘

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here