Friday, January 24, 2025

রাজবাড়ীতে নতুন এসপি জি.এম. আবুল কালাম আজাদের যোগদান

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ী জেলার নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন, জিএম আবুল কালাম আজাদ।

(২৭ জুলাই) বৃহস্পতিবার বিকালে যোগদান করেন রাজবাড়ী নবাগত পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ, সংশ্লিষ্ঠ সকলের প্রতিকৃতজ্ঞতা জানানোর পাশাপাশি তিনি রাজবাড়ীবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

২৭ তম বিসিএস ক্যাডার জিএম আবুল কালাম আজাদের বাড়ী সাতক্ষীরা জেলার কালিগঞ্জ। তিনি এক ছেলে সন্তানের জনক।

তিনি অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিন) হিসেবে খুলনা জেলার পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত থাকা অবস্থায় ২০২১ সালের ২মে পুলিশ সুপার হিসেবে পদোন্নতী পান।

জানাগেছে, গত ১৭ আগষ্ট বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মোঃ মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ঢাকার বিশেষ পুলিশ সুপার (বিশেষ শাখা) জিএম আবুল কালাম আজাদকে রাজবাড়ীর পুলিশ সুপার হিসেবে বদলী করা হয়েছে।

অপরদিকে, রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামানকে খুলনা মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলী করা হয়েছে।

বিকালে রাজবাড়ীর পুলিশ সুপারের কার্যালয়ে পৌছান জিএম আবুল কালাম আজাদ। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখারুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা ফুলদিয়ে শুভেচ্ছা জানান।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here