Friday, December 27, 2024

রাজবাড়ীতে নানা আয়োজনে জাতির পিতার জন্মদিন ও জাতিয় শিশু দিবস পালন

রাজবাড়ী জার্নাল প্রতিবেদকঃ রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতিয় শিশু দিবস পালন করা হয়েছে । দিবসটির প্রতিপাদ্য ছিলো ” স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন ” ।

এ উপলক্ষ্যে সকাল ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন ” বঙ্গবন্ধু চত্তরে ” বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, পুলিশ বাহিনী, জেলা মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা ।

 

পরে সারে ৯ টায় রাজবাড়ী অফিসার্স ক্লাবে বেলুন ও পায়রা উড়িয়ে শুশুদের সাথে নিয়ে কেক কাটা হয় ।


দুপুরে হাঁসপাতাল , কারাগার ও শিশু পরিবার ও এতিমখানায় মিষ্টান্ন বিতরণ করা হয় । মসজিদ মন্দির গির্জা সহ ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাত,প্রার্থনার আয়োজন করা হয় ।

বিকালে অফিসার্স ক্লাবে দেয়ালিকা প্রদর্শনী ও আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ করা হয় ।
এ সময় রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামানসহ বিভিন্ন সরকারি বেসরকারি দফতরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

রাজবাড়ীর ৫টি উপজেলায় উপজেলা প্রশাসন ও জেলা ও উপজেলা আওয়ামীলীগ নানা আয়োজনে দিবস টি যথাযথ মর্যাদায় পালন করে ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here