রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী জেলা প্রশাসনের নানা আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে ১৫ই আগস্ট (মঙ্গলবার) রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখস্থ বঙ্গবন্ধু চত্বরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জেলা প্রশাসক আবু কায়সার খান জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী, রাজবাড়ী-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মো: জিল্লুল হাকিম, সংরক্ষিত মহিলা আসনের এমপি সালমা চৌধুরী রুমা, খোদেজা নাসরিন আক্তার হোসেন।
পরে জেলা পুলিশ সহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা ,কর্মচারি ,বীর মুক্তিযোদ্ধা সহ অন্যান্য সংগঠন বঙ্গবন্ধু চত্বরে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণের পর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অফিসার্স ক্লাবের মুক্তমঞ্চে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকে আবু কায়সার খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী।
অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের এমপি খোদেজা নাসরিন আক্তার হোসেন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন , সদর উপজেলা চেয়ারম্যান এড. ইমদাদুল হক বিশ্বাস, রাজবাড়ী পৌর মেয়র আলমগীর শেখ তিতু ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সূবর্ণা রাণী সাহা , রাজবাড়ী।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা সিরাজ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মহসিন উদ্দিন বতু, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি হেদায়েত আলী সোহরাব প্রমুখ।
আলোচনা অনুষ্ঠান শেষে দিবসটি উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়াও দিবসটি উপলক্ষে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতিয় ও দলীয় পতাকা উত্তলন , বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামীলীগ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ।
জেলার ৫টি উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে দিবসটি নানা কর্মসূচীর মাধ্যমে পালিত হয় ।