Monday, January 27, 2025

রাজবাড়ীতে পুনাকের উদ্যেগে ৪শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

রাজবাড়ী প্রতিনিধিঃ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)র উদ্যোগে রাজবাড়ীতে চার শতাধিক দরিদ্র অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

১৬ই জুন রবিবার বিকেলে রাজবাড়ী পুলিশ লাইন্স ড্রিল শেডে পুনাক সভানেত্রী হালিমা আখতার শিরীনের সভাপতিত্বে উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ পিপিএম।

উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ পিপিএম।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার ,সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা সহ পুনাকের সদস্যরা উপস্থিত ছিলেন ।

প্রায় চার শতাধিক অসহায়দের মধ্যে ঈদ উপহার দিয়েছে পুনাক । উপহার সামগ্রীর মধ্যে ছিলো, মাংস, সেমাই,চিনি, দুধ , তেল ।

ঈদের আগেরদিন পুনাকের পক্ষ থেকে ঈদ উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেন উপকারভোগীরা ।

রাজবাড়ী পুনাকের সভানেত্রী হালিমা আখতার শিরীন বলেন, পুনাক সবসময় অসহায়দের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ,যারা দুঃস্থ্য ও সুবিধা বঞ্চিত ,তাদের মধ্যে আজকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।’

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here