Wednesday, January 22, 2025

রাজবাড়ীতে পুলিশ মেমোরিয়াল ডে পালিত

রাজবাড়ী জার্নাল : রাজবাড়ীতে পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে।

এ উপলক্ষে ৯ই মার্চ (শনিবার) সকালে রাজবাড়ী পুলিশ লাইন্সে স্থাপিত স্মৃতিস্তম্ভে জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ, নিহত পুলিশ সদস্যদের স্মরণে এক মিনিট নিরবতা পালন এবং নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয় এবং কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ বছর ১৫ জন পুলিশ সদস্য কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করায় তাদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করেন পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ পিপিএম।
আলোচনা সভায় পুলিশ সুপার, সকল নিহত পুলিশ সদস্যদের পাশে থাকার প্রত্যয় ব্যাক্ত করেন।

এ সময় সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখারুল আলম প্রধান, পাংশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার, গোয়ালন্দ ঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, বালিয়াকান্দি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন, কালুখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইনসহ কর্তব্যরত অবস্থায় আত্মত্যাগকারী পুলিশ সদস্যদের পরিবারের সদস্য, পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত অফিসার ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here