Sunday, December 22, 2024

রাজবাড়ীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে ।

এই প্রথম রাজবাড়ীতে কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে ২২শে জুন বৃহস্পতিবার বিকেলে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হচ্ছে ।

রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন অনুষ্ঠানে রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী -১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী, সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি সালমা চৌধুরী রুমা (এমপি), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ এর চেয়ারম্যান একে এম শফিকুল মোর্শেদ, রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান প্রমুখ । এ সময় বীর মুক্তিযোদ্ধা ফকীর আঃ জব্বার, রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসার শাহীন সুলতান রাজা, ক্রীড়া সংস্থার সহ সভাপতি হেদায়েত আলী সোহরাব, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, ফুটবল ফেডারেশনের মঞ্জুরুল আলম দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠানের পর বেলুন ও পায়রা উড়িয়ে খেলার উদ্বোধন করা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টে “ক” গ্রুপে -রাজবাড়ী সরকারি কলেজ, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ, কালুখালি সরকারি কলেজ, মাছপাড়া মহা বিদ্যালয় ও “খ” গ্রুপে বালিয়াকান্দি সরকারি কলেজ, রাজবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, বহরপুর কলেজ, জাতির জনক বঙ্গবন্ধু সরকারি কলেজ অংশ গ্রহন করবে। আগামী ২৪তারিখে সেমি ফাইনাল ও ২৫ তারিখে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here