Wednesday, January 22, 2025

রাজবাড়ীতে বর্নাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত

রাজবাড়ী জার্নাল: ‘পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ প্রতিপাদ্যে রাজবাড়ীতে বর্নাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে । এ উপলক্ষ্যে শনিবার (৪ নভেম্বর) সকালে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ ,বীর মুক্তিযোদ্ধা ও কমিউনিটি পুলিশের সদস্যরা। পরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে একটি বর্নাঢ্য র‍্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ করে আগের যায়গায় ফিরে আসে।


এরপর রাজবাড়ী পুলিশ লাইন্স ড্রিল শেডে পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান। অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রাজবাড়ী কমিউনিটি পুলিশিং এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নওয়াব আলী। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুদ্ধ কালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মহসিন উদ্দিন বতু, কমিউনিটি পুলিশিং এর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক আঃ রহিম মোল্লা, রাজবাড়ী পৌর মেয়র আলমগীর শেখ তিতু, গোয়ালন্দ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার প্রমুখ ।

*অনুষ্ঠানের ভিডিও দেখতে ভিজিট করুন ইউটিউব -RAJBARI JOURNAL * 

বক্তাগণ কমিউনিটি পুলিশিং এর সৃষ্টির ইতিহাস ও বাংলাদেশ কমিউনিটি পুলিশিং এর গুরুত্ব তুলেধরে আলোচনা করেন । অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইফতেখারুজ্জামান (সদর সার্কেল) ডিআইও ওয়ান বিপ্লব কুমার বিশ্বাস সহ এ সময় জেলার কমিউনিটি পুলিশিং এর সদস্য সহ থানা পুলিশের অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন ।

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here