রাজবাড়ী জার্নাল: রাজবাড়ীতে বর্নাঢ্য আয়োজনে পাঠক নন্দিত গণমানুষের জাতিয় দৈনিক ‘ বাংলাদেশ বুলেটিন’ পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে ।
এ উপলক্ষ্যে ২৫শে নভেম্বর (শনিবার) রাজবাড়ী রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীর হলরুমে বাংলাদেশ বুলেটিন পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি মো.কবির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা পুলিশ সুপার জি.এম.আবুল কালাম আজাদ। সিনিয়র সাংবাদিক আব্দুল কুদ্দুস বাবু’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস , সাংবাদিক নেহাল আহমেদ ।
পরে আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকদের সাথে নিয়ে ‘ বাংলাদেশ বুলেটিন’ পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটেন প্রধান অতিথি রাজবাড়ী জেলা পুলিশ সুপার জি.এম.আবুল কালাম আজাদ।
এ সময় রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ ইফতেখার আলম প্রধান, ট্রাফিক ইনস্পেক্টর তারক পাল , আমাদের সময় পত্রিকার প্রতিনিধি সোহেল রানা, ৭১ টিভির প্রতিনিধি মেহেদী হাসান, বিজয় টিভি’র প্রতিনিধি শেখ আল মামুন, বিটিভি’র প্রতিনিধি বিপুল আহমেদ, জনতার মেইল এর সম্পাদক এস এম রিয়াজুল করিম, ইত্তেফাক প্রতিনিধি মাহফুজুর রহমান, দৈনিক মাতৃকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার আহসাবুল ইয়ামিন রয়েন, যমুনা টিভির প্রতিনিধি রুবেলুর রহমান, ঢাকা পোষ্টের প্রতিনিধি মীর সৌরভ প্রমুখ ।