Thursday, January 23, 2025

রাজবাড়ীতে বাটাহাম্বারের ধাক্কায় নারী শ্রমিক নিহত

রাজবাড়ী জার্নাল ডেস্কঃ রাজবাড়ীতে শ্যালো ইঞ্জিন চালিত বাটাহাম্বারের ধাক্কায় ভানু বিবি (৫০) নামে এক মাটিকাটা নারী শ্রমিক নিহত হয়েছেন।নিহত ভানু বিবি বসন্তপুর ইউনিয়নের বাজিতপুর গ্রামের জিন্না শিকদারের স্ত্রী।

শনিবার (২১ অক্টোবর) দুপুরে জেলার সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের উদয়পুরে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আকবর আলী মর্জি উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য মো. শাহাবুদ্দিন মিয়া সেলিম বলেন, ‘৫-৬ জন মাটিকাটা শ্রমিক একটি ব্যাটারিচালিত ভ্যান গাড়িতে করে বসন্তপুর স্টেশন বাজার থেকে উদয়পুর বাজারের দিকে আসছিলেন। পথে উদয়পুরে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আকবর আলী মর্জি উচ্চ বিদ্যালয়ের সামনে গেলে বৈদ্যুতিক খুঁটি বহন করা একটি শ্যালো ইঞ্জিনচালিত বাটাহাম্বার গাড়ি পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা সবাই ছিটকে পড়ে। কেউ রাস্তার ওপর পড়েন আবার কেউ রাস্তার পাশে বটগাছে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক ভানু বিবিকে মৃত ঘোষণা করেন। বাকি আহতরা ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’

তিনি আরও বলেন, ‘দুর্ঘটনার পরপরই বাটাহাম্বার গাড়ির চালক পালিয়ে যান। পরে গাড়িটি ইউনিয়ন পরিষদে নিয়ে রাখা হয়েছে।’

রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান শিকদার বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাটাহাম্বার গাড়ির চালক পলাতক রয়েছেন। তাকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি । ‘

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here