Saturday, January 25, 2025

রাজবাড়ীতে বালুর স্তুপের নিচে পরে তিন শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার: রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের জৌকুড়া এলাকায় বালু চাপায় তিন জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বালুর চাতাল মালিক হান্নানের বড় ভাই আব্দুর রহিম শেখ (৫৫), ভেকু চালক মারুফ শেখ (২০) ও ট্রাক চালক মো. ইমরান আলী (২৭)।

স্থানীয়রা জানিয়েছেন জৌকুড়া ঘাট এলাকার জনৈক সিদ্দিকের বাড়ীর পাশে রয়েছে ব্যবসায়ী হান্নানের বড় আকারের বালুর চাতাল। ওই চাতাল থেকে নিয়মিত ভাবে বালু বিক্রি করা হয়। রাত ১১টার দিকে বালুর ডিবি’র (বালুর স্তুপ) উপর থেকে বেকু দিয়ে ১০ চাকার একটি ট্রাকে বালু ভর্তির কাজ করা হচ্ছিল। সে সময় হঠাৎ করেই বালুর স্তুপের উপর থেকে বেকুসহ বালু নিয়ে ওই ট্রাকের উপর পরে। এতে ঘটনাস্থলেই বালুর চাতাল মালিক হান্নানের ভাই আব্দুর রহিম, বেকু চালক এবং ১০ চাকার ট্রাক চালক নিহত হয়।

এ বিষয়ে রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. সালাউদ্দিন জানান, বালুর চাতাল মালিকের কোন গাফিলতি আছে কি-না সে বিষয় টি আমরা তদন্ত করে দেখবো।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here