Thursday, January 16, 2025

রাজবাড়ীতে বিকাশ প্রতারক গ্রেফতার

রাজবাড়ীঃ  রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে বিজয় কুমার দে (২৩) নামে এক বিকাশ প্রতারককে গ্রেফতার করা হয়েছে । গ্রেফতার বিজয় কুমার দে রাজবাড়ীর বিনোদপুর ৩ নং ওয়ার্ড এলাকার গৌর চন্দ্র দে’র ছেলে ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান জানান, গত ১৪ই জানুয়ারি আয়শা আক্তার মিম নামে একজন রাজবাড়ী থানায় এজাহার দায়ের করেন যে, গত ২০২৪ সালের ২৪শে অক্টোবর আনুমানিক বিকাল সারে ৫টায় রাজবাড়ী সদর থানাধীন ছোটনুরপুর সাকিনস্থ বাদীর বাবার বসতবাড়ীতে থাকাকালীন সময়ে বাদীর ফেসবুক আইডি হতে- Frjana Anika নামের একটি আইডিতে আইফোন এর বিঙ্গাপন দেখে তাহার হোয়াটসএ্যাপ নাম্বার এ কথা বলেন। উক্ত অজ্ঞাতনামা বিবাধী বাদী কে বলেন যে, তিনি বর্তমানে পড়াশোনার জন্য আমেরিকায় থাকেন তাহাকে ডেলিভারি খরচ বাবদ ৫০০/- (পাঁচশত) টাকা নগদ পার্সোনাল নাম্বারে প্রদান করিলে বাদীকে আইফোন পাঠিয়ে দিবেন। তাহার কথামত বাদী ২৭/১০/২০২৪ খ্রিঃ তারিখ তাহার দেওয়া নগদ নাম্বারে ৫০০/-(পাঁচশত) টাকা পাঠিয়ে দেন। টাকা পাঠানোর পরে বাদী বিবাদীকে আইফোন পাঠানোর কথা বললে তিনি বাদীকে বলেন যে, আপনি মাত্র আমেরিকার খরচ দিয়েছেন আপনাকে বাংলাদেশের খরচ বাবদ আরো ৩,০০০/- (তিন) হাজার টাকা পাঠাতে হবে তখন বাদী পুনরায় তাকে ৩,০০০/-(তিন) হাজার টাকা পাঠিয়ে দেন। বাদী তাকে টাকা পাঠানোর পরে তিনি বাদীকে বলেন আপনি টাকা পাঠাতে দেরি করে ফেলেছেন আপনাকে জরিমানা বাবদ আরো ১,৫০০/-(এক হাজার পাঁচশত) টাকা দিতে হবে। তখন তাকে বাদী পুনরায় আবার ১,৫০০/-(এক হাজার পাঁচশত) টাকা প্রদান করেন। উপরোক্ত টাকা প্রদানের পরে তিনি বাদীকে আইফোন দেওয়ার কথা থাকলে ও ফোন না দিয়ে ফোন দেওয়ার আশ্বাস দিয়ে বাদীর সরলতার সুযোগ নিয়ে অপরাধ মূলক বিশ্বাস ভঙ্গ করে প্রতারণামূলক ভাবে ইং-২৪/১০/২০২৪ হতে ১৫/০১/২০২৫ তারিখ পর্যন্ত বিভিন্ন তারিখ ও বিভিন্ন সময় তাহার নগদ পার্সোনাল নাম্বারে সর্বমোট ২,৭০,০০০/- (দুই লক্ষ সত্তর হাজার) টাকা হাতিয়ে নেয়। উল্লেখ্য থাকে যে, বাদীর মা হাছিনা বেগম এর নামে ইসলামী ব্যাংক এর এটিএম কার্ড বাদীর কাছে ছিলো বাদী সেখান থেকে টাকা উত্তোলন করে তাকে প্রদান করেন। বাদীর এজাহারের প্রেক্ষিতে অফিসার ইনচার্জ রাজবাড়ী থানা অত্র মামলাটি রুজু করেন।
ইং 1৫/01/২০২5 তারিখ উপরোক্ত মামলার বিবাদী/বিবাদীদের গ্রেফতার করার লক্ষে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ সাহেবের নির্দেশক্রমে এসআই (নিঃ) মোঃ আসাদুজ্জামান সঙ্গীয় এএসআই মেরাজুল ইসলামসহ আসামীর ব্যবহৃত মোবাইল নাম্বারে তথ্য প্রযুক্তি ব্যবহার করিয়া ইং-১৫/০১/২০২৫ তারিখ সকাল ০৮:৫০ ঘটিকার সময় রাজবাড়ী সদর থানাধীন পান্না চত্তর এলাকা হইতে গ্রেফতার করিয়া একই তারিখ সকাল ০৯:২৫ ঘটিকার সময় থানায় হাজির হয়।

গ্রেফতারকৃত আসামীকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করলে আসামী নিজের অপরাধ স্বীকার করে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় বিজ্ঞ আদালেতে জবানবন্দি প্রদান করেন। – প্রেস বিজ্ঞপ্তি !!

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here