Thursday, January 23, 2025

রাজবাড়ীতে বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি

রাজবাড়ী জার্নাল ডেস্কঃ রাজবাড়ীতে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ সাইদুর রহমান খান পিপিএম (বার) পিপিএম ।

২১শে অক্টোবর (শনিবার) রাজবাড়ী শহরের শ্রী শ্রী রাধাগোবিন্দ জিওর মন্দির ও আমতলা সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শন করেন ।

এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রইম এন্ড অপস্) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখারুজ্জামান , ডিআইও-১, জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ সহ জেলা পুলিশ ও আনসারের সদস্যবৃন্দ।

এ সময় তিনি পূজা মন্ডপের প্রতিনিধির নিকট ঢাকা রেঞ্জ ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, বিপিএম(বার) ,পিপিএম এর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেন।

অতিরিক্ত ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, বিপিএম (বার) বলেন, পূজাকে কেন্দ্র করে যদি কোন ব্যাক্তি কোন প্রকার বিশৃংঙ্খলার সৃষ্টি করে তবে তার বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি মন্দিরে ব্যাগ নিয়ে প্রবেশের পূর্বে তল্লাশি এবং বিভিন্ন সর্তকতা মূলক দিকনির্দেশনা প্রদান করেন।’

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here