Saturday, May 10, 2025

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হামলা মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ ও বিস্ফোরক আইনের মামলায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১০ মে) সকাল সাড়ে ৮টার দিকে গোয়ালন্দ উপজেলার বাহিরচর দৌলতদিয়া ছাত্তার মেম্বারের পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গোয়ালন্দ মোড়ে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় সদর থানায় জিসান খানের দায়ের করা একটি মামলায় মোহাম্মদ আলী মোল্লাকে তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে সদর থানা পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

জানা গেছে, গত ৫ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে ১০০/১৫০ জন শিক্ষার্থীরা গোয়ালন্দ মোড়ে অবস্থান করে শান্তিপূর্ণভাবে কোটা আন্দোলনের স্লোগান দিচ্ছিলেন। ওই সময় আওয়ামী সন্ত্রাসীরা দেশীয় লাঠিসোঁটা,অস্ত্রশস্ত্র দিয়ে হামলা করে। এছাড়াও তারা ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে কয়েকজন শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে আসামিরা ঘটনাস্থল ত্যাগ করেন। পরে ২ সেপ্টেম্বর শিক্ষার্থী জিসান খান বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০- ১৫০ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন। ওই মামলায় মোহাম্মদ আলী মোল্লাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ‘

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here