Wednesday, July 16, 2025

রাজবাড়ীতে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

স্টাফ রিপোর্টার:  রাজবাড়ী সদর হাসপাতালে ভুল চিকিৎসায় মো. শাজাহান মৃধা (৫৫) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।

মৃত শাজাহান মৃধা রাজবাড়ী পৌরসভার ভবানীপুর এলাকার বাসিন্দা এবং রাজবাড়ী জেলা জজ আদালতের সেরেস্তাদার হিসেবে কর্মরত ছিলেন।

পরিবারের দাবি, সকালে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়লে শাজাহান মৃধাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি করার পর অক্সিজেন সাপোর্ট দিলে তার অবস্থার উন্নতি হতে থাকে। কিন্তু চিকিৎসকের একাধিক অবহেলার অভিযোগ তুলেছেন স্বজনরা। আইনের আশ্রয় নেবেন বলেও জানান স্বজনেরা।

মৃতের শ্যালক, অ্যাডভোকেট নজরুল ইসলাম লাবলু অভিযোগ করে বলেন, ‘প্রথমে অক্সিজেন দেয়ার পর তিনি কিছুটা ভালো বোধ করছিলেন। কিন্তু হঠাৎ একজন চিকিৎসক এসে অক্সিজেন খুলে দেন। এরপরই তার অবস্থা দ্রুত খারাপ হয়ে যায় এবং কিছুক্ষণ পর তিনি মারা যান।’

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে রোগীর স্বজনরা হাসপাতাল চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এসএমএ হান্নান বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে, রোগীর মৃত্যু হার্ট অ্যাটাক ও শ্বাসকষ্টজনিত কারণে হয়েছে। তবে যেহেতু চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ উঠেছে, তাই আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত প্রতিবেদন অনুযায়ী দোষী প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here