Thursday, December 26, 2024

রাজবাড়ীতে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

রাজবাড়ী প্রতিনিধিঃ “স্মার্ট ভূমিসেবায় ভূমি মন্ত্রনালয়” স্লোগানকে সামনে রেখে রাজবাড়ী জেলা প্রশাসন ও রাজবাড়ী সদর উপজেলা ভূমি অফিসের আয়োজনে সোমবার(২২মে) ‘ভূমিসেবা সপ্তাহ ২০২৩ (২২মে – ২৮ মে, ২০২৩)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে ।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জয়ন্তী রূপা রায়, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরজাহান আক্তার সাথী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীগণ ।

ভূমি অফিসে না এসে অনলাইনের মাধ্যমে কিভাবে মানুষ ভূমি সেবা গ্রহন করতে পারবে সে বিষয়ে আলোকপাত করা হয়। পাশাপাশি ভূমি সেবা ও অভিযোগ জানাতে ১৬১২২ এ কল করতে পারবেন এবং land.gov.bd ওয়েবসাইটে গিয়ে ভূমি সেবা নিতে পারবেন এ বিষয়ে আলোকপাত করা হয়।

এছাড়াও একইদিনে রাজবাড়ীর  গোয়ালন্দ , কালুখালি, পাংশা ,বালিয়াকান্দি সহ ৫টি উপজেলায় ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here