স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ী ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে তিন প্রতিষ্ঠান মালিককে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে বিভিন্ন ধারায় মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার নিজাতপুর বাজারের ওয়াদুদ স্টোরের মালিককে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ২হাজার টাকা , একই অপরাধে সর্দার স্টোরের মালিককে ২হাজার টাকা এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে সদর উপজেলার সিংগা বাজারের মেসার্স জনসেবা মেডিকেল হলের মালিককে ৭হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রাজবাড়ী ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারি পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে রোববার (৪ ফেব্রুয়ারি) বাজার মনিটরিং এর সময় তিনটি প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এরুপ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।