রাজবাড়ী প্রতিনিধিঃ শ্রমিক -মালিক গড়বো দেশ স্মার্ট হবে বাংলাদেশ’ প্রতিপাদ্যে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে ১-লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে সকাল সারে ৮টায় একটি বর্নাঢ্য শোভাযাত্রা জেলা প্রশাসকের কার্যালয়ের অম্রকানন চত্তর থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে আগের যায়গায় ফিরে আসে।
রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ পিপি এম , সিভিল সার্জন ডাঃ ইব্রাহিম টিটন সহ বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ, বাস-মিনিবাস শ্রমিক লীগ, রেলওয়ে শ্রমীক লীগ ,জেলা ট্রাক কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন ,রাজবাড়ী হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন , রাজবাড়ী জেলা ট্রাক কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন, রাজবাড়ী সদর উপজেলা বাবুর্চি সমবায় সমিতি সদর শাখা রাজবাড়ী সহ অন্যান্য শ্রমিক সংগঠন র্যালীতে অংশগ্রহন করেন।
র্যালী শেষে আলোচনা সভায় শ্রমিকদের অধিকার নিয়ে বক্তব্য রাখেন শ্রমিক নেতারা।
রাজবাড়ী পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ (পিপিএম) বলেন, আজকে এটিই হোক আমাদের মূল প্রত্যয় যে আমরা অতিতের যে ব্যাথা বেদনা ভূলে কাধে কাঁধ মিলিয়ে আমরা যেন একটা সুন্দর দেশ গড়তে পারি।
রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, আমরা সবাই একে অপরের পরিপূরক, আমরা কেউ বিচ্ছি না। আমরা সবাই মিলে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমরা পরস্পর কে সম্মান করবো আমরা শ্রমিকের ঘামকে সম্মান করবো । তীব্র দাবদাহে’র মধ্যে অনুষ্ঠানে এসে দিবসটিকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য শ্রমিকদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।’