স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীতে মাদক মামলায় মোঃ তোরাব মন্ডল (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত । সে রাজবাড়ী সদর উপজেলার সূর্যনগরের নয়নদিয়া গ্রামের মৃত মোনছের মন্ডলের ছেলে।
সোমবার (১৫ই এপ্রিল) বিকেলে রাজবাড়ী অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর অতিরিক্ত দায়রা জজ জান্নাতুন লিলিফা আকতার জাহান এ রায় প্রদান করেন।
মামলা সুত্রে জানাগেছে, , র্যাব-৮, ২নং কোম্পানীর সদস্যরা মোঃ তোরাব মন্ডল (৩৫) কে ২০১২ সালের ২৫ জুন গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর থানার মাটিপাড়া স্কুলস্থ্য পাকা রাস্তার পাশে আঃ লতিফ খন্দকারের বাগানের পাশে পাকা রাস্তার উপর থেকে ১০০ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করেন। এ বিষয়ে রাজবাড়ী সদর থানায় ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর টেবিল ৩(খ) ধারায় মামলা দায়ের করেন। রাজবাড়ী সদর থানার মামলা নং- ৩২ ।
অতিরিক্ত পি,পি মোঃ আবু বকর মিয়া বলেন, আসামী মোঃ তোরাব মন্ডলকে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ১৯(১) টেবিল ৩(খ) ধারায় যাবজ্জীবন কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেছেন। তোরাব মন্ডল রায়ের সময় পলাতক ছিল।’