Sunday, December 22, 2024

রাজবাড়ীতে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

রাজবাড়ী জার্নাল ডেস্কঃ  মাদক মামলায় রাজবাড়ীতে একজনের যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে আদালত।

১৬ই মে বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ী অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক জান্নাতুন লিলিফা আকতার জাহান ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ১৯(১) টেবিল ১(খ) ধারায় যাবজ্জীবন কারাদন্ড এবং দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।  দন্ডপ্রাপ্ত আসামী মোঃ আনোয়ার হোসেন (৪২) জেলার পাংশার মোহনপুরের মোঃ জয়নাল মন্ডলের ছেলে ।

মামলায় রাষ্ট্র পক্ষের বিজ্ঞ আইনিজীবী (অতিরিক্ত পিপি) মোঃ আবু বকর মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন ।

আদালত ও মামলা সূত্রে জানাগেছে, পাংশা থানাধীন মোহনপুর বাজারে আনোয়ার হোসেনের তন্দ্রা ফার্মেসী নামে ঔষুধের দোকানে ১০০ গ্রাম হেরোইন সহ র‍্যাবের হাতে ২০১২ সালের ৭ই জুলাই গ্রেপ্তার হয় আনোয়ার।

এ ঘটনায় র‍্যাব-৮ বাদী হয়ে পাংশা মডেল থানায় মাদক মামলা দায়ের করেন । পাংশা মডেল থানার মামলা নং-৭ ।

 রায় ঘোষনা’র সময় আসামী অনুপস্থিত ছিলেন ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here