রাজবাড়ী জার্নালঃ রাজবাড়ীতে মাদক মামলায় দুই জনকে যাবজ্জীবন কারাদন্ড দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে আদালত ।
রবিবার (১৯শে মে) বিকেলে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ১৯(১) টেবিল ৩(খ) ধারায় এ রায় প্রদান করেন রাজবাড়ী অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক জান্নাতুন লিলিফা আক্তার জাহান ।
দণ্ডপ্রাপ্তরা হলো: কুষ্টিয়ার মৃত আবজাল উদ্দিন খোকা মিয়া’র ছেলে মোঃ আশ্রাফুল ইসলাম দুলাল (২৯), একই জেলার মোঃ সিরাজ খাঁ’র ছেলে মোঃ আঃ আলীম (৩০) ।
রাষ্ট্র পক্ষের আইনিজীবী অতিরিক্ত পিপি মোঃ আবু বকর মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন ।
আদালত ও মামলা সূত্রে জানাগেছে, ৫ই ডিসেম্বর ২০১১ সালে গোয়ালন্দঘাট থানাধীন শ্রীদাম দত্তের পাড়া জামে মসজিদের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের উপর একটি প্রাইভেটকার তল্লাশির সময় ৮৪ বোতল ফেন্সিডিল সহ দুইজনকে আটক করে গোয়ালন্দ থানাপুলিশ ।
এ ঘটনায় গোয়ালন্দ থানায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-এর ১৯(১) এর টেবিলের ৩(খ) ধারায় অভিযোগ দায়ের করা হয় ।’