Thursday, December 26, 2024

রাজবাড়ীতে মাদক মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদন্ড

রাজবাড়ী জার্নালঃ  রাজবাড়ীতে মাদক মামলায় দুই জনকে যাবজ্জীবন কারাদন্ড দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে আদালত ।

রবিবার (১৯শে মে) বিকেলে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ১৯(১) টেবিল ৩(খ) ধারায় এ রায় প্রদান করেন রাজবাড়ী অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক জান্নাতুন লিলিফা আক্তার জাহান ।

দণ্ডপ্রাপ্তরা হলো: কুষ্টিয়ার মৃত আবজাল উদ্দিন খোকা মিয়া’র ছেলে মোঃ আশ্রাফুল ইসলাম দুলাল (২৯), একই জেলার মোঃ সিরাজ খাঁ’র ছেলে মোঃ আঃ আলীম (৩০) ।
রাষ্ট্র পক্ষের আইনিজীবী অতিরিক্ত পিপি মোঃ আবু বকর মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন ।

আদালত ও মামলা সূত্রে জানাগেছে, ৫ই ডিসেম্বর ২০১১ সালে গোয়ালন্দঘাট থানাধীন শ্রীদাম দত্তের পাড়া জামে মসজিদের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের উপর একটি প্রাইভেটকার তল্লাশির সময় ৮৪ বোতল ফেন্সিডিল সহ দুইজনকে আটক করে গোয়ালন্দ থানাপুলিশ ।

এ ঘটনায় গোয়ালন্দ থানায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-এর ১৯(১) এর টেবিলের ৩(খ) ধারায় অভিযোগ দায়ের করা হয় ।’

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here