Saturday, November 23, 2024

রাজবাড়ীতে মাদক মামলায় কৃষকলীগের বহিস্কৃত সভাপতির যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীতে মাদকের মামলায় গোয়ালন্দ উপজেলা কৃষকলীগের বহিস্কৃত সভাপতি মোঃ হাবিবুর রহমান (৪০) কে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। হাবিবুর রহমান গোয়ালন্দ উপজেলার কুমড়াকান্দি গ্রামের জোনাব আলীর ছেলে।

বুধবার দুপুরে রাজবাড়ীর অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর অতিরিক্ত দায়রা জজ জান্নাতুন লিলিফা আকতার জাহান ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-এর ১৯(১) এর টেবিলের ৩(খ) ধারায় এ রায় প্রদান করেন । রায় ঘোষনার সময় আসামী হাবিবুর রহমান আদালতে উপস্থিত ছিলেন, পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

মামলা সুত্রে জানাগেছে, ২০১৩ সালের ১ মে সকাল পৌনে ১১ টার সময় গোয়ালন্দঘাট থানার কুমড়াকান্দি গ্রামের মোঃ হাবিবুর রহমানের বসত ঘরের মধ্যে খাটের নিচে একটি মাটির জারের মধ্যে থেকে র‍্যাব-৮, ২নং কোম্পানী ফরিদপুর সদস্যরা ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেন। গোয়ালন্দ ঘাট থানার মামলা নং- ০২ ।

এ বিষয়ে রাজবাড়ীর অতিরিক্ত পি,পি মোঃ আবু বকর মিয়া বলেন, ফেন্সিডিলের মামলায় হাবিবুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here