Friday, April 4, 2025

রাজবাড়ীতে মাদক মামলার আসামী গ্রেফতারের সময় পুলিশের উপর হামলা

স্টাফ রিপোর্টারঃ  রাজবাড়ীতে মাদক মামলার আসামী ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে গোয়েন্দা পুলিশের (ডিবি) পুলিশ সদস্য। এ সময় পুলিশের উপর হামলা করে আসামীকে ছাড়িয়ে নেয় তার স্বজনেরা। এ ঘটনায় রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) ওয়াহিদুল হাসান রাজবাড়ী সদর হাঁসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন ।

২৬ ফেব্রুয়ারি (বুধবার) সকাল সাড়ে ৮টার দিকে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের কাজীবাধা ঈদগাহর পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিকেলে মোট ৬জনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে ।

আটককৃতরা হলেন, মোঃ আবুল কালাম আজাদ ওরফে পিনু শেখ (মেম্বার) (৪৭) তার ভাই ২। মোঃ মিন্টু শেখ (৫৫) ৩। পিনু মেম্বারের স্ত্রী মোসাঃ সেফালী বেগম (৪৩) ৪। মোসাঃ নাসিমা বেগম (৩৫) ৫। মোসাঃ শিমু বেগম (২০) ৬। সোহাগী বেগম (২৫) ।

পুলিশ জানায়, সকালে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলামের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল কাজীবাধা এলাকার মাদক ব্যবসায়ী ফরিদ শেখের বাড়িতে অভিযান চালায়। এ সময় ৩১০ পিস ইয়াবা ও চার বোতল ফেনসিডিলসহ ফরিদ শেখকে হাতেনাতে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। ফরিদ শেখের হাতে হাতকড়া লাগিয়ে তাকে গাড়িতে তোলার সময় তার পরিবারের সদস্যরা গোয়েন্দা পুলিশের ওপর হামলা চালায়। তাদের তোপের মুখে গোয়েন্দা পুলিশের সদস্যরা ফরিদের হাতের হাতকড়া খুলে দিতে বাধ্য হন। এ সময় বাঁশ দিয়ে পিটিয়ে আহত করা হয় এসআই ওয়াহিদুল হাসানকে।

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম বলেন, ‘ফরিদকে মাদকসহ হাতেনাতে গ্রেফতারের পর তার পরিবারের নারী ও পুরুষ সদস্যরা আমাদের ওপর হামলা চালান। এতে আমাদের এসআই ওয়াহিদুল হাসান আহত হন।’

এ বিষয়ে রাজবাড়ীর পুলিশ সুপার শামিমা পারভীন বলেন, ‘ফরিদ শেখ একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে রাজবাড়ীসহ বিভিন্ন থানায় ৯টি মাদক মামলা রয়েছে। আজ তার বাড়ি থেকে ৩১০ পিস ইয়াবা ও চার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও পুলিশের ওপর হামলার পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় মোট ৬জন কে আটক করা হয়েছে ,ফরিদ শেখ পালিয়ে গেছে। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে । ‘

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here