Wednesday, January 22, 2025

রাজবাড়ীতে মেদিনীপুর হুজুরের আগমন

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া খানকা শরীফে ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরের দরবার শরীফ’র বর্তমান সাজ্জাদানশিন পীর হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরী আল হাসান আল হুসাইনী আল বাগদাদী (মা:জি:আ:) পাক এর আগমন করেছেন। এ উপলক্ষে রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকাসহ হাজার হাজার মানুষের আগমন হয়।

শনিবার (২ মার্চ) সকাল সারে দশটায় একটি বেসরকারি হেলিকপ্টারে তিনি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের নিকট হ্যালিপাডে নামেন। এসময় সাথে অতিথি হিসাবে আসেন বাগদাদের বড়পীর হযরত আব্দুল কাদের জীলানী (রাঃ) এর মাজার শরীফের খাদেম হযরত খালিদ আব্দুল কাদির মনসুর জিলানী (রাঃ)
হাজার হাজার ভক্তবিন্দু সেখানে ভীড় করে। রাস্তার দুই পাশে প্রায় লাখো মানুষের ভীড় জমে।

রাজবাড়ীতে মেদিনীপুর হুজুরের আগমন।

 

এসময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সি, উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, বাংলাদেশ আঞ্জুমান-ই- কাদেরীয়া তরিকার খাদেম ইঞ্জিঃ রফিকুল ইসলাম, দৌলতদিয়া খানকা শরীফের সভাপতি মোক্তার হোসেন বেপারী, আঞ্জুমান ই কাদেরিয়ার কাজী ইরাদত আলী সহ হাজার হাজার মুরিদান বৃন্দ।

এরপর বেলা সারে বারোটার দিকে দৌলতদিয়া খানকা শরীফে মাদ্রাসাতুল সাবিইল হাসান এর মাঠে হাজার হাজার ভক্ত বৃন্দকে দেখা দেন তিনি এবং সেখানে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

মোনাজাত পরিচালনা করেন বাগদাদের বড়পীর হযরত আব্দুল কাদের জীলানী (রাঃ) এর মাজার শরীফের খাদেম হযরত খালিদ আব্দুল কাদির মনসুর জিলানী (রাঃ)। এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী -১ আসেনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।
এরপর রাজবাড়ী আঞ্জুমান ই কাদেরিয়া খানকা শরীফে আসেন তিনি । এসময় আঞ্জুমান ই কাদেরিয়া তরিকার হাজারো ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here