Tuesday, January 21, 2025

রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

রাজবাড়ী জার্নাল: ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে । দিবসটি উপলক্ষ্যে নানা কর্মসূচী গ্রহন করেছে রাজবাড়ী জেলা প্রশাসন। প্রথম প্রহরে ১২টা ১ মিনিটে রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে ময়দানে অবস্থিত শহীদ মিনারে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়েছে ।

রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান প্রথমে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন। পরে রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী ,রাজবাড়ী পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ ,সিভিল সার্জন ডাঃ ইব্রাহিম টিটন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন।


এরপর সরকারি বেসরকারি দফতরের কর্মকর্তা ও কর্মচারীগণ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ।

এরপর সকালে বিভিন্ন সংগঠনের ব্যানারে সংগঠনের নেতৃবৃন্দ ও জনসাধারণ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন । জেলা আওয়ামিলীগ ও বিএনপি দিবসটি উপলক্ষে আলাদা আলাদাভাবে কর্মসূচী গ্রহন করে। জেলা প্রশাসনের আয়োজনে রাজবাড়ী অফিসার্স ক্লাবে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ,সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, এরপর পুরষ্কার বিতরণ করা হয় ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here