স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর বড় পুলে অবস্থিতো ‘রাবেয়া টাওয়ারে’ লিফটে আটকে পড়া খন্দকার শফিক উদ দৌলা নামে একজনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মীরা । তিনি
রাবেয়া টাওয়ারের ৭ তলায় ভাড়া থাকতেন । শুক্রবার (৭ জানুয়ারি ) বিকেলে এ ঘটনা ঘটে । মোট ৩৬ টি পরিবার ভাড়া থাকেন রাবেয়া টাওয়ারে ।
‘রাবেয়া টাওয়ারে প্রায়ই ঘটছে এমন ঘটনা , এ নিয়ে শঙ্কায় রয়েছেন ভাড়াটিয়ারা । রাবেয়া টাওয়ারের ৭ম তলায় ভাড়া থেকেন সোহেল। তিনি জানান, এই বিল্ডিং এ আমার পরিবার সহ ভাড়া থাকি। এর আগেও এমন ঘটনা একাধিকবার ঘটেছে। বিদ্যুৎ বিভাগের লোক এসে একবার উদ্ধার করেছে। মালিক পক্ষকে একাধিকবার বলেছি। কিন্তু তারা কোন ব্যাবস্থা গ্রহন করেনি। আজকে যে লোকটা আটকে ছিলো প্রায় আধা ঘন্টা । যদি লোকটার কিছু হতো তবে এর দায় কে নিতো ।
রাজবাড়ী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর উপ-সহকারি পরিচালক জাকির হোসেন বলেন, লিফটে একটি লোক আটকে আছে খবর পেয়ে আমরা দ্রুত ছুটে আসি। পরে লোকটিকে উদ্ধার করে অক্সিজেন দেই। সে সুস্থ্য আছে। এক প্রশ্নে তিনি জানান, এ বিল্ডিং এ অগ্নি নির্বাপক আইন ২০০৩ এর কোন নিতিমালা বিল্ডিং মালিক অনুসরন করেনি। আমি একাধিকবার অনুরোধ করেছি,চিঠি করেছি কোন গুরুত্ব দেয় নি মালিক পক্ষ । আমি দ্রুতই ডিসি স্যারের সাথে আলাপ করে মোবাইলকোর্ট পরিচালনার ব্যাবস্থা গ্রহন করব । দ্রুতই বিধি মোতাবেক ব্যাবস্থা গ্রহন করব ।
ঘটনা স্থলে পাওয়া যায় নি মালিক পক্ষের কাউকেই। ১০ তলা বিশিষ্ট রাবেয়া টাওয়ারের মালিক পক্ষের আব্দুর রাজ্জাক লিটন এ বিষয়ে মুঠোফোনে জানান, বিষয়টি আমার জানা নেই ,তবে খোজ নিয়ে দেখব কি কারনে এমন ঘটনা ঘটেছে। হয়তো বিদ্যুৎ চলে যাবার কারনে এমন ঘটনা ঘটতে পারে ।
ভিডিওঃ >