নিজস্ব প্রতিবেদকঃ রাজবাড়ীতে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদের অংশ হিসেবে বাসস্থান দোকান সহ ১০টি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
বুধবার সকাল ১১ টার দিকে শহরের রেলওয়ের পাশে ফুলতলা নামক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বাংলাদেশ রেলওয়ে (পশ্চিমাঞ্চল ) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নুরুজ্জামান এ অভিযান পরিচালনা করেন । তিনি জানান, জেলায় রেলওয়ের ৪শ একরের বেশি জমি রয়েছে । এর মধ্যে প্রায় দেড়শ একরের জমি বেদখল রয়েছে । পর্যায়ক্রমে জমিগুলো দখলমুক্ত করা হবে ।
তবে স্থাপনায় অবস্থানকারীদের দাবী আমাদের নিজস্ব জমিজমা কিছুই নেই তাই এখানে বসবাস করতাম ও চায়ের দোকান ,ভাতের দোকান করে খেতাম। এখন আমাদের যাওয়ার কোন যায়গা নেই।