রাজবাড়ী প্রতিনিধি: শিক্ষার্থীদের বাসে চলচলে হাফ ভাড়া পাশে’র দাবীতে রাজবাড়ী জেলা বাস মালিক সমিতি’র নেতৃবৃন্দের কাছে আবেদন পত্র জমা দিয়েছেন শিক্ষার্থীরা।
২৮শে অক্টোবর (সোমবার) সকাল সারের ১০ টায় বড়পুলস্থ্য রাজবাড়ী বাস মালিক সমিতির কার্যালয়ে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটনের হাতে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের পক্ষ থেকে আবেদন পত্র জমা দেন রাজবাড়ী সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞানের অনার্স শেষ বর্ষের ছাত্র রাজিব মোল্লা । এ সময় রাজবাড়ী বাস মালিক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও ছাত্ররা উপস্থিত ছিলেন ।
আগামী তিন কার্য দিবসের মধ্যে ফরিদপুর, কুষ্টিয়ার জেলার সাথে সমন্বয় করে লিখিত ভাবে বাস ভাড়া হাফ পাস করবেন বলে আশ্বস্ত করেছেন রাজবাড়ী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন।’