Wednesday, January 22, 2025

রাজবাড়ীতে সংবাদ প্রকাশ করার জেরে সাংবাদিকের উপর হামলা

স্টাফ রিপোর্টার: সংবাদ প্রকাশের জেরে রাজবাড়ীতে সাংবাদি কবির হোসেনের উপর হামলার ঘটনা ঘটেছে। ৫ই (নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে রাজবাড়ীর নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় একটি সাধারণ ডায়রী (জিডি) করেছেন জাতীয় দৈনিক বাংলাদেশ বুলেটিন এর রাজবাড়ী জেলা প্রতিনিধি মোঃ কবির হোসেন । রাজবাড়ী সদর থানার জিডি নং- ২২০। তারিখ- ০৫/১১/২৪ ।

জিডি সূত্রে জানা গেছে, আমেরিকায় লোক পাঠানোর নামে অর্থ আত্মসাৎ শিরোনামে জাতীয় দৈনিক বাংলাদেশ বুলেটিন , স্থানীয় রাজবাড়ী কন্ঠ সহ একাধিক পত্রিকায় সংবাদ গত ইং ১৪/০২/২০২৪ তারিখে ও ইং ০৩/০৭/২০২৪ তারিখে সংবাদ প্রকাশিত হয় এক প্রতারক হুমায়ুন খান এর বিরুদ্ধে। যে নিজেকে মনিরুজ্জামান রুবেল দাবী করে রাজবাড়ীর বানিবহ ইউনিয়নের বানিবহ গ্রামের রেখা খানমকে বিয়ে করে । এরপর ওই এলাকায় একাধিক লোকজন কে অ্যামেরিকা পাঠানোর নামে অর্থ হাতিয়ে নেয়। এ ঘটনায় ভুক্তভোগীরা রাজবাড়ী সদর থানা ও আদালতে মামলা দায়ের করেন।

এ ঘটনায় স্থানীয় দৈনিক রাজবাড়ী কন্ঠ পত্রিকায় ১৩ই ফেব্রুয়ারি ” পুলিশের হাতে গ্রেপ্তারের পর বেরিয়ে আসে অজানা তথ্য- রাজবাড়ীতে নিজের ভুয়া ঠিকানা ব্যাবহার করে অ্যামেরিকায় পাঠানোর নামে অর্থ আত্নসাৎ শিরোনামে” ১৩ই ফেব্রুয়ারি/২৪ সংবাদ প্রকাশিত হয়। এরপর ৭ই জুলাই রাজবাড়ী ডিবি’র অভিযানে গ্রেপ্তার প্রতারক ” শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়, অনলাইন রাজবাড়ী জার্নাল, মাত্রিকন্ঠ, রাজবাড়ী কন্ঠ সহ স্থানীয় ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। ডিবি’র কাছে সে স্বীকারোক্তি প্রদান করে, তার বাড়ী নড়াইল জেলার নড়াগাতি শামসু খান এর ছেলে। তার নাম হুমায়ুন খান। সেনাবাহিনীতে চাকুরি চলে যাবার পর সে আর বাড়ী ফিরে যায় নি। নিজেকে মনিরুজ্জামান রুবেল পরিচয় দিয়ে ঢাকার মীরপুরের রূপনগরের বাহেজ উদ্দিনের ছেলে।
অ্যামেরিকায় পাঠানোর নামে অর্থ আত্নসাতের মামলায় নাসিমা আক্তার কারাগারে শিরোনামে সংবাদ প্রকাশিত হয় ১৭ই সেপ্টেম্বর /২৪ । নাসিমা আক্তার মূলত মনিরুজ্জামান রুবেলের আশ্রয়দাতা। মূলত সংবাদ প্রকাশের পর থেকেই নাসিমা আক্তার ওরফে মর্জিনা ও হুমায়ুন খান @ মনিরুজ্জামান রুবেল সাংবাদিকের উপর ক্ষিপ্ত থাকে।

এর জেরে ৫ই নভেম্বর (মঙ্গলবার) বিকাল অনুমান ০৪.৪৩ ঘটিকার সময় আমি ও আমার ছোট ভাই সৌরভ (১৬)(পুলিশ লাইন্স স্কুলের নবম শ্রেণীর ছাত্র) রাজবাড়ী মুরগীফার্ম নতুন বাজারস্থ আমার নিজ অফিস হইতে নতুন বাজার গোরস্থানের সামনে অবস্থানকালীন সময়ে উক্ত বিবাদীরা আমাকে উদ্দেশ্যে করিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। আমি উক্ত বিবাদীদেরকে গালিগালাজ করিতে বাধা নিষেধ প্রদান করায় উক্ত বিবাদীরা আমাকে মারপিট করিতে উদ্যত হয়। তখন আমার ছোট ভাই সৌরভ (১৬) আগাইয়া আসিয়া উক্ত বিবাদীদের কবল হইতে আমাকে উদ্ধার করিতে গেলে উক্ত বিবাদীরা আমার ছোট ভাইকেও এলোপাথারীভাবে কিল, ঘুষি, চড় ও লাথি মারিয়া আমার ছোট ভাইয়ের শরীরের বিভিন্নস্থানে নীলাফোলা জখম করে। তখন আমাদের আর্তচিৎকারে আশেপাশের লোকজন আগাইয়া আসিলে উক্ত বিবাদীরা আমাদেরকে পরবর্তিতে খুন করিয়া লাশ গুম করিয়া ফেলার হুমকি দিয়া চলিয়া যায়। তখন আমি স্থানীয় লোকজনের সহায়তায় আমার ছোট ভাইকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়া চিকিৎসার ব্যবস্থা করি। ‘

এ ঘটনায় নিন্দা প্রকাশ করেছে রাজবাড়ীর স্থানীয় সাংবাদিকগন ।

 

সংবাদের অনুসন্ধান ভিডিও রিপোর্ট লিংক যুক্ত করা হলো –

  1. https://www.youtube.com/watch?v=9DC-o3YtFZo&t=837s
  2. https://www.youtube.com/watch?v=JV_HW1l5D6U&t=289s
  3. https://www.bd-bulletin.com/details.php?id=114515
  4. https://rb.gy/14diwn

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here