Friday, January 24, 2025

রাজবাড়ীতে সড়ক দূর্ঘটনায় পোস্টমাস্টার নিহত

রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় চন্দ্রিমা মন্ডল (২৭) নামে এক পোস্টমাস্টারের মৃত্যু হয়েছে।
২৪শে জুন (শনিবার) দুপুরে রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের সদর উপজেলার চন্দনী চাঁদপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় চন্দ্রিমা মন্ডলের সঙ্গে থাকা মোটরসাইকেল আরোহী পাংশার হোসেনডাঙ্গা পোস্ট অফিসের পোস্টমাস্টার অবনি মোহন বিশ্বাস (৭৩) আহত হয়েছেন। তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, নিহত চন্দ্রিমা মন্ডল পাংশা উপজেলার কুটিমালিয়াট গ্রামের ডা. অপূর্ব কুমার মন্ডলের স্ত্রী ও হাটবনগ্রাম পোস্ট অফিসের পোস্টমাস্টার।।

চিকিৎসাধীন অবনি মোহন বিশ্বাস বলেন, ‘রাজবাড়ীতে ট্রেনিং শেষ করে মোটরসাইকেলে ফিরছিলাম। সদর উপজেলার চন্দনী চাঁদপুর এলাকায় পৌঁছালে একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে আমি সড়কের পাশে পড়ে গেলেও চন্দ্রিমা মন্ডল ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান। পরে স্থানীয়রা ও পাংশা হাইওয়ে থানা পুলিশ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসেন। তবে ট্রাকটি আটকানো সম্ভব হয়নি।’

পাংশা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) হাসান বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাক আটকের চেষ্টা চলছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here