Wednesday, January 22, 2025

রাজবাড়ীতে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

রাজবাড়ী প্রতিনিধিঃ  রাজবাড়ীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
রাজবাড়ী জেলার ২৪তম ডিসি হিসেবে ২ অক্টোবর রাজবাড়ীতে যোগদান করেন তিনি।

৪ঠা অক্টোবর (সোমবার) বেলা ১২ টায় রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা’র সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্ত ভৌমিকের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এড.খান মোঃ জহুরুল হক, সাধারণ সম্পাদক খোন্দকার আঃ মতিন, যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মো. কবির হোসেন সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ রাজবাড়ী জেলার বিভিন্ন সমস্যা-সম্ভাবনা ও প্রতিকার নিয়ে বক্তব্য রাখেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জ্যোতিশ্বর পাল সহ প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

রাজবাড়ী শহরের হাঁসপাতাল সড়কের বেহাল দশা, বাল্য বিবাহ, মাদক ,পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তলন ,রাজবাড়ী রুটে বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস এর রুট পরিবর্তন সহ জেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় ।

জেলা প্রশাসক মনোযোগ সহকারে সাংবাদিকদের কথাগুলো শোনেন ও সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।
জেলা প্রশাসক বলেন, সাংবাদিকেরা সমাজের দর্পন, আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন। সঠিক ও তথ্য নির্ভর প্রতিবেদন করবেন। প্রতিবেদনে কোন প্রকার বাধা নেই। সমাজের উন্নয়নে আপনারা লিখবেন। রিপোর্ট কার বিরুদ্ধে যাচ্ছে সে বিষয়টি নিয়ে ভাবার দরকার নাই। সংবাদ হবে দেশ ও জাতীর কল্যানে। দেশ প্রেম জাগ্রত করতে হবে ,দেশের জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে।’

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here