স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীতে সেনা বাহিনীর অভিযানে একটি বিদেশী পিস্তল (চাইনিজ), একটি ওয়ান শ্যুটার গান এবং চার রাউন্ড তাজা বুলেটসহ আরিয়ান হাফিজ (২৭) কে আটক করা হয়েছে। গোপন
সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার সদর থানার সূর্যনগর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
রাজবাড়ী সেনা ক্যাম্প এর বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয় । গ্রেফতার আরিয়ান হাফিজ সূর্য্যনগরের দয়ালনগর এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।
১৮ই জানুয়ারি মেজর সাফিন আল সাইফ পলকের নেতৃত্বে একটি আভিযানিক দল আসামীকে গ্রেফতার করে।
এ সময় বিদেশী পিস্তল (চাইনিজ) ১টি, ওয়ান শ্যুটার গান ১টি, তাজা বুলেট ৪ রাউন্ড, ম্যাগাজিন ১টি, মোবাইল ১ টি জব্দ করা হয়।’