Tuesday, February 25, 2025

রাজবাড়ীতে সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র সহ সর্বহারা দলে সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার : সেনাবাহিনীর অভিযানে রাজবাড়ীর উড়াকান্দা এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ মোক্তার হোসেন মোহাই নামে সর্বহারা দলের এক সদস্য কে গ্রেফতার করা হয়েছে।

রাজবাড়ী আর্মি ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী আর্মি ক্যাম্পের একটি বিশেষ টহল দল ২৫শে ফেব্রুয়ারি (সোমবার দিনগত রাতে) রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে সর্বহারা দলের একজন সক্রিয় সদস্য এবং মাদক ব্যবসায়ী মোক্তার হোসেন কে গ্রেফতার করা হয়। তিনি এলাকায় অস্ত্রের দাপট দেখিয়ে চাঁদাবাজি করতেন বলে জানা যায়।

গ্রেফতারকৃত মোক্তার হোসেন মোহাই এর বিরুদ্ধে পূর্বে মাদক আইনে মামলা রয়েছে।

অভিযান চলাকালীন তার বাড়ি থেকে ১টি ওয়ান শুটার গান, ৭ রাউন্ড গুলি,৩শ গ্রাম গাজা,গাঁজা পরিমাপক যন্ত্র এবং ১টি মোবাইল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র গোলাবারুদসহ আসামি মোক্তার হোসেনকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সফল অভিযানে স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় এমন উদ্যোগ সাধারণ জনগনের মনে আশার সঞ্চার করেছে বলে জানা যায়।’

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here