Thursday, July 17, 2025

রাজবাড়ীতে সেনাবাহিনীর পৃথক অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীতে সেনাবাহিনীর পৃথক যৌথ অভিযানে দুজন কে অস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে। ১২ই জুলাই সেনা বাহিনীর ফেসবুক পেইজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গতরাত আনুমানিক ২ টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সুবর্ণখোলা ও কসবামাজাইল এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযানে ১টি ওয়ান শুটার গান, ২ রাউন্ড অ্যামিউনিশন এবং বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্র সহ অবৈধ অস্ত্রধারী চিহ্নিত সন্ত্রাসী মোঃ বাবলু’কে গ্রেফতার করা হয়।

অন্যদিকে একইদিন বিকেল ৩টায় রাজবাড়ী সদর উপজেলার দক্ষিণ ভবানীপুর এলাকায় পৃথক একটি অভিযানে ১টি বিদেশী রিভলবার, ২ রাউন্ড অ্যামিউনিশন, ১ বোতল অবৈধ বিদেশী মদ, ১টি খালি কার্তুজ ও দেশীয় ধারালো অস্ত্রসহ এলাকার চিহ্নিত চাঁদাবাজ মোঃ হাকিম’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।

সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনাক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে সকলকে অনুরোধ জানানো যাচ্ছে। ‘

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here