স্টাফ রিপোর্টারঃ ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের অভিযানে দুই প্রতিষ্ঠান মালিককে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারি পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে বৃহস্পতিবার (১০ই আগস্ট) রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের সোহান হোটেল এন্ড মিষ্টান্ন ভান্ডার কে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারার লঙ্ঘনজনিত অপরাধে ৩হাজার টাকা ও মেসার্স নবযুগ ফার্মেসীর মালিককে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ও ৫১ ধারার লঙ্ঘনজনিত অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয় ।
অভিযানে রাজবাড়ী জেলা প্রশাসন , জেলা পুলিশ রাজবাড়ী ও সদর থানা, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর সদর উপজেলা রাজবাড়ী এবং জেলা চেম্বার অব্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কর্তৃপক্ষ এর সহায়তায় উপর্যুক্ত তদারকি কার্যক্রমে সহায়তা করে। জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয় ।