Monday, January 27, 2025

রাজবাড়ী’র নতুন পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন

কবির হোসেন,রাজবাড়ী: রাজবাড়ী জেলার নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন রংপুর পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি)’র পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন।

রবিবার (৮ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ীর বিদায়ি পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ নবাগত পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভিন কে তার দায়িত্ব বুঝিয়ে দেন। জিএম আবুল কালাম আজাদ কে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) এ বদলি করা হয়েছে।

রাজবাড়ী’র নতুন পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন

নবাগত পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভিন কে আগেরদিন সন্ধ্যায় ফুলেল শুভেচ্ছা জানান রাজবাড়ী পুলিশের উর্ধতন কর্মকর্তা বৃন্দ । তার গ্রামের বাড়ি দিনাজপুর জেলায় ।

এর আগে গত ৩ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জানা গেছে, মোছা. শামিমা পারভীন ২৫তম বিসিএসের মাধ্যমে ২০০৬ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দেন।

এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগ থেকে এমএসসি পাস করেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে (হাইতি) নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও তিনি র‍্যাব-১২, র‍্যাব-৫, রংপুর মেট্রোপলিটন পুলিশ ও রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে দায়িত্ব পালন করেন।

রাজবাড়ীতে যোগদানের পর সকলের সহযোগিতা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেন। ‘

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here