স্টাফ রিপোর্টার: রাজবাড়ী জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ সদর দফতরের এআইজি মো. কামরুল ইসলাম। আগামীকাল সোমবার (১২মে) তিনি রাজবাড়ীতে যোগদান করবেন বলে জানাগেছে ।
গত মঙ্গলবার (৮ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অন্যদিকে বর্তমান পুলিশ সুপার মোছা. শামিমা পারভীনকে ঠাকুরগাঁও ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমানড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে। পুলিশ সুপার কামরুল ইসলাম বিসিএস পুলিশ ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা।’