Tuesday, February 25, 2025

রাজবাড়ীর পাংশায় ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার:  রাজবাড়ীর পাংশায় অজ্ঞাত ট্রাকের ধাক্কায় আরজিনা খাতুন (৫০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা বাবুপাড়া ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরজিনা খাতুন পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের বাবুপাড়া গ্রামের মৃত মোতালেব প্রামানিক স্ত্রী।

স্থানীয় সুত্রে জানা যায়, নিহত আরজিনা খাতুন প্রতিদিনের মতো সকালে হাঁটতে বের হয়েছিলো। ঘটনার ওই নারী মাছপাড়ার দিক থেকে পাংশার দিকে আসছিলেন।এসময় কুষ্টিয়ার দিক থেকে ছেড়ে আসা রাজবাড়ী গামী অজ্ঞাত ট্রাকটি ওই পথচারী নারীকে পেছন থেকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা এসে ওই নারীকে মৃত অবস্থায় উদ্ধার করে। ঘাতক ট্রাক আটক করা সম্ভব হয় নি।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি বাবুপাড়া ইউনিয়নের সামনে এক পথচারীকে ধাক্কা দিয়ে পালিয়েছে একটি ট্রাক।ঘটনা স্থলে পুলিশ গিয়ে দেখতে পায় ওই নারী মারা গেছে। খুব সকালের ঘটনা হওয়ায় কেউ ওই ট্রাকটির নাম্বার বলতে পারে নি।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here