Friday, May 23, 2025

রাজবাড়ীর রাজাপুরের ভ্যানচালক রুপল হত্যা’ মামলার আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার: রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুরের রাজাপুরের ভ্যান চালক রুপল হত্যার মামলার আসামী শিুশু আসামী মোঃ আবির হোসেন ওরফে অন্তর বিশ্বাসকে ফরিদপুর জেলার বোয়ালমারী থানা এলাকায় বোয়ালমারী থানা পুলিশের সহাতায় আটক করা হয়েছে ।

২১মে বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব ।

তিনি জানান, গত ১৬ই মে বিকেল ৫টার দিকে রাজাপুর মধ্যপাড়ার মোঃ জিন্নাহ শেখের ছেলে মোঃ রুপল শেখ(২৭) কে তার বাড়ি থেকে মামলার ঘটনাস্থলে ডেকে নিয়া গিয়া মিথ্যা চুরির অপবাদ দিয়া উক্ত শিশু আসামী সহ অপরাপর আসামীরা ডিসিস্ট রুপলকে লোহার রড ও বাঁশের লাঠি দ্বারা শরীরের বিভিন্ন স্থানে আঘাত করিয়া ভিকটিম রুপলের হাত পা ফাটা ও কাটা গুরুতর রক্তাক্ত জখম করে। ডিসিস্ট রুপল এর অবস্থা আশংকাজনক হওয়ায় উক্ত আসামীরা ভিকটিম রুপলকে ফেলে রেখে পালিয়ে যায় ।তখন স্থানীয় লোকজন ডিসিস্ট রুপলকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করিলে সেখানকার চিকিৎসক তাহাকে মৃত ঘোষনা করেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে রাজবাড়ী সদর থানার মামলা নং ২৯, তারিখ ১৭/০৫/২০২৫ ইং, ধারা-১১৪/৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়। পরে রাজবাড়ী জেলা পুলিশ আসামী গ্রেফতারের লক্ষ্যে অভিযন শুরু করেন। উক্ত অভিযান কাযক্রমে মাননীয় পুলিশ সুপার রাজবাড়ী জেলা মহোদয় সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন। মাননীয় পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিক নের্দেশনায় রাজাবড়ী থানা পুলিশ ও রাজাবড়ী ডিবি পুলিশ যৌথ অভিযান পরিচালনা করিয়া ইতোমধ্যে এজাহার নামীয় ০৪ জন আসামীকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার ও সোর্সের মাধ্যমে জানিতে পেরে অভিযান পরিচালনা করে অদ্য ইং ২১/০৫/২০২৫ তারিখ ভোর অনুমান ০৫.০০ ঘটিকার সময় ফরিদপুর জেলার বোয়ালমারী থানা এলাকায় বোয়ালমারী থানা পুলিশের সহাতায় শিুশু আসামী মোঃ আবির হোসেন ওরফে অন্তর বিশ্বাসকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সহিত জড়িত থাকার কথা স্বীকার করে। গ্রেফতারতারকৃত শিশু আসামীকে আরো জিজ্ঞাসাবাদ করা হইতেছে। গ্রেফতার অভিযান চলমান আছে।এলাকায় পুলিশ টহল বৃদ্ধি করা হইয়াছে। এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।’

নিহত রুপলের পরিবারের আহাজারি

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here