Tuesday, January 21, 2025

রাজবাড়ীর হুগলী বেকারিকে ৫হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদকঃ ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী’র অভিযানে শহরের হুগলী বেকারির মালিককে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে । ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী’র সহকারি পরিচালক কাজী রকিবুল হাসান এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ।

বিজ্ঞপ্তিতে তিনি জানান, ২৩ মার্চ ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি কার্যক্রম পরিচালনাকালে সদর উপজেলার সদর বড় বাজার, মাছ বাজার ও রেল গেইট এলাকায় বিভিন্ন পণ্যের পাইকারী ও খুচরা প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। বাজার তদারকি কার্যক্রম পরিচালনাকালে নির্ধারিত নিত্য পণ্যের মূল্য যথাযথভাবে বিক্রয় সঠিকতা যাচাইসহ ব্যবসায়ীদের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও প্রতিদিন হালনাগাদকরণ, ক্রয় রশিদ সংরক্ষণ এবং ন্যায্য মূল্যে পণ্যসামগ্রী বিক্রয় করার নির্দেশনা প্রদান করা হয় এবং নিষিদ্ধ পণ্যের বিক্রয়রোধ, মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং অননুমোদিত ও অবৈধ পণ্য বিক্রয় না করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়। উক্ত কার্যক্রম পরিচালনাকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর যথাক্রমে; ৪৩ ও ৫১ ধারার লঙ্ঘনজনিত বিভিন্ন অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ও ৫১ ধারার লঙ্ঘনজনিত অপরাধে (অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধ) রাজবাড়ীর শহরের হুগলী বেকারী প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ৫হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এছাড়াও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয় এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য সরকার নির্ধারিত বিধির অধীন যথা নিয়মে ক্রয়-বিক্রয় করার জন্য সংশ্লিষ্ট
সকলকে সতর্ক করা হয়। জেলা প্রশাসন রাজবাড়ী, জেলা পুলিশ রাজবাড়ী ও সদর থানা, পৌর স্যানিটারী ইন্সপেক্টর রাজবাড়ী সদর পৌরসভা এবং জেলা চেম্বার অব্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কর্তৃপক্ষ এর সহায়তায় উপর্যুক্ত তদারকি কার্যক্রম
পরিচালিত হয়েছে। জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয় ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here