Monday, January 13, 2025

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক বাস চলাচল বন্ধ -ইজিবাইক,মাহেন্দ্র একমাত্র ভরসা যাত্রীদের

স্টাফ রিপোর্টারঃ শ্রমিকদের মধ্যে মারামারির জেরে শনিবার ( ১১ জানুয়ারি) দুপুর ১টা থেকে রাজবাড়ী-কুষ্টিয়া রুটে দুই জেলার আঞ্চলিক বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী রা। তবে ঢাকাগামী দূরপাল্লার পরিবহন চালু রয়েছে।

রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা মো. ইমাম হোসেন মেট্রো জানান , শনিবার সকাল সকালে কুষ্টিয়া থেকে রাজবাড়ীর উদ্দেশ্যে ছেড়ে আসা কুষ্টিয়ার মালিকানাধীন লোকাল বাস ও রাজবাড়ীর উদ্দেশ্যে ছেড়ে আসে রাজবাড়ীর মালিকানাধীন লোকাল বাস । পথে কুমারখালী গড়াই সেতু এলাকায় ড্রাম ট্রাক ও ভ্যানের দুর্ঘটনার কারণে সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। কুষ্টিয়া থেকে রাজবাড়ীর উদ্দেশ্যে ছেড়ে আসা লোকাল বাস দুটি ওই যানজটের মধ্যে পড়ায় চলাচলের সিরিয়াল একসঙ্গে হয়ে যায়।

যানজট নিরসন হলে দুই বাস একসঙ্গে রাজবাড়ী আসার সময় আল্লাউদ্দিন রোডে দুই বাস একসঙ্গে থামিয়ে যাত্রী ডাকাডাকি করছিল। এসময় কুষ্টিয়ার মালিকানাধীন বাসের শ্রমিকরা রাজবাড়ীর মালিকানাধীন বাসের শ্রমিকদের মারধর করেন। পরে কুষ্টিয়ার ওই লোকাল বাসটি রাজবাড়ী নতুন বাজার বাসস্ট্যান্ডে এলে বাসটির শ্রমিকদের রাজবাড়ীর ওই বাসের শ্রমিকরা মারধর করেন। শ্রমিকদের মারামারির জেরে রাজবাড়ী-কুষ্টিয়া রুটে লোকাল বাস চলাচল বন্ধ রয়েছে ।

তবে খুব দ্রুতই বিষয়টি’র সমাধানের আশ্বাস দিয়েছেন রাজবাড়ী সড়ক পরিবহন বাস মালিক গ্রুপ ও কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক ।”

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here