Thursday, February 20, 2025

রাজবাড়ী জেলার বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে ঢাকা বিভাগীয় প্রতিনিধিগণের সাথে মতবিনিময়

স্টাফ রিপোর্টারঃ  রাজবাড়ী জেলার বিপ্লবীদের সাথে ৩৬ জুলাই পরবর্তী বাংলাদেশের প্রস্তাবনা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিভাগীয় প্রতিনিধিগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

১৪ই ফেব্রুয়ারি (শুক্রবার) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত রাজবাড়ী সদর উপজেলা হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ঢাকা বিভাগীয় প্রতিনিধি শ্যামলী সুলতানা জেদনী’র সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা বিভাগীয় প্রতিনিধি মেহেরাব সিফাত , সহ সমন্বয়ক ও ঢাকা বিভাগীয় প্রতিনিধি আবদুল্লাহ সালেহীন অয়ন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক,ইসমাইল হোসেন রুদ্র ।

পবিত্র কোরআন তেলোয়াতের পর আলোচনার পর্ব শুরু করা হয় এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের স্মরণে ১মিনিট দাড়িতে নিরবতা পালন করা হয় ।

আলোচনাসভা দুই ভাগে বিভক্ত করা হয়। প্রথম ভাগে ঢাকা বিভাগীয় প্রতিনিধিগণ বক্তব্য রাখেন ও পরের ভাগে রাজবাড়ীতে আন্দোলনে অংশগ্রহণকারীরা স্থানীয় সমস্যা নিয়ে আলোচনা করেন ।

বৈষম্য বিরোধী আন্দোলনের পর বর্তমান রাজবাড়ীর সার্বিক সমস্যা নিয়ে আলোচনা করা হয় এবং সাংগঠনিকভাবে কিভাবে সকলে ঐক্যবদ্ধ থাকা যায় সে সকল বিষয় নিয়ে আলোচনা করা হয় ।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ঢাকা বিভাগীয় প্রতিনিধি শ্যামলী সুলতানা জেদনী বলেন, রাজবাড়ীর ৫টি উপজেলার যে আন্দোলনকারী ছাত্ররা রয়েছেন তাদের সাথে আজকে আমরা কথা বলার জন্য ঢাকা থেকে এসেছি। ফেসিস্ট সরকার দেশ ত্যাগের পর রাজবাড়ীর কোথায় কি কি সমস্যা রয়েছে সেগুলো শুনব এবং কিভাবে সমাধান করা যায় তা শুনব এবং সমাধানের উপায় বের করব। আমরা কিভাবে সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ হতে পারি সে লক্ষে আমাদের আজকের আলোচনা । দেশের কোন যায়গায় যেন বৈষম্য না থাকে আমরা সে বিষয়টি নিয়ে কাজ করব ।

দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন

বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্য থেকে শিক্ষার্থী রাজীব, হা‌সিবুল ইসলাম, মীর মাহমুদ সুজন, মিরাজুল মা‌জিদ তূর্য্য সহ অন্যান্যরা আলোচনা সভায় রাজবাড়ীর সমস্যা ও উন্নয়নে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরে বক্তব্য রাখেন ।’

 

ভিডিও>

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here