Tuesday, January 7, 2025

রাজবাড়ী জেলা গণঅধিকার পরিষদ পৌর শাখার উদ্যোগে ইফতার বিতরণ

বাংলাদেশ যুব অধিকার পরিষদ রাজবাড়ী পৌর শাখার পক্ষে রোজাদার ও দরিদ্রদের মাঝে ইফতার বিতরণ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। প্রতিবছরের ন্যায় এবছরও পবিত্র মাহে রমজান উপলক্ষে এই আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকাল ৫ টায় রাজবাড়ী সদর পৌরসভা ১ নং রেলগেট ও স্টেশন প্রাঙ্গনে ইফতার বিতরণ করা হয়।
এ পরবর্তী সময়ে দেশ ও মানুষের জন্য দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার বিতরণ কর্মসূচী উদ্বোধন করেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মোঃ কামাল হোসেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক রবিউল আজম। এর প্রোগ্রামে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব কল্লোল রাব্বি। বক্তাদের সংক্ষিপ্ত আলোচনায় রোজার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হয়। কল্লোল রাব্বি অনুষ্ঠানে বলেন, গণঅধিকার পরিষদ প্রতিষ্ঠিত হয়েছে দেশের মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য। ইফতার এবং দোয়ার মাহফিলে আরো উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ন আহবায়ক কামরুল হাসান রাশেদ, রুবেল আপন, মিম তাফসীর, জিয়াউর রহমান জিয়া, রেজা মাহমুদ,কাউসার আহাম্মেদ, মনিরুল ইসলাম সহ জেলার ছাত্র -যুব ও শ্রমিকের অধিকার পরিষদ এর সিনিয়র নেতৃবৃন্দ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here