সজিবুর রহমান,রাজবাড়ী: রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১০ জন আসামী গ্রেফতার করা হয়েছে।
রাজবাড়ী সদর থানার ওসি মোঃ মাহমুদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২৫শে জানুয়ারি রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ সাহেবের নির্দেশক্রমে এসআই (নিঃ) মোঃ মিজানুর রহমান, এসআই(নিঃ) মোস্তাফিজুর রহমান, এসআই(নিঃ) সৈারভ কুন্ডু, এসআই(নিঃ) সাব্বির হোসেন, এসআই(নিঃ) পাবেল মোল্যা, এএসআই(নিঃ) মোঃ ফরিদ মিয়া সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী সদর থানা এলাকায় অভিযান পরিচালনা ওয়ারেন্টভূক্ত আসামী ১। মোঃ অনিক(২১), পিতা- মোঃ লিটন, সাং- সজ্জনকান্দা, ওয়ার্ড নং-০৫, থানা ও জেলা-রাজবাড়ীকে নিজ বসতবাড়ী থেকে গ্রেফতার করেন, ২। মোঃ আব্দুল খালেক বিশ্বাস(৫২), পিতা- মৃত খবির উদ্দিন বিশ্বাস, সাং- জৌকুড়া, ওয়ার্ড নং-০২, ইউনিয়ন-চন্দনী, থানা ও জেলা-রাজবাড়ীকে নিজ বসতবাড়ী থেকে গ্রেফতার করেন, ৩। মোঃ রফিক(৪৫), পিতা- মৃত আফজাল হোসেন, সাং- সজ্জনকান্দা, ওয়ার্ড নং-০৫, থানা ও জেলা-রাজবাড়ীকে নিজ বসতবাড়ী থেকে গ্রেফতার করেন, ৪। মোঃ আলমগীর(৪৫), পিতা- মোঃ মোকছেদ, সাং- সজ্জনকান্দা, ওয়ার্ড নং-০৫, থানা ও জেলা-রাজবাড়ীকে নিজ বসতবাড়ী থেকে গ্রেফতার করেন, ৫। মোঃ সাঈদ খান(৫০), পিতা- মৃত আইয়ুব আলী মেম্বার, সাং- খাঁ পাড়া, ইউপি- শহীদ ওহাবপুর, থানা ও জেলা-রাজবাড়ীকে নিজ বসতবাড়ী থেকে গ্রেফতার করেন, ৬। মোঃ রাজন সরকার(২৩), পিতা- আঃ খালেক সরকার, সাং- আহলাদীপুর গোয়ালন্দ মোড়, থানা ও জেলা-রাজবাড়ীকে নিজ বসতবাড়ী থেকে গ্রেফতার করেন, ৭। মোঃ শাহিন খান(৪৫), পিতা- মৃত আইয়ুব আলী মেম্বার, সাং- খাঁ পাড়া, ইউপি- শহীদ ওহাবপুর, থানা ও জেলা-রাজবাড়ীকে নিজ বসতবাড়ী থেকে গ্রেফতার করেন, সিআর মামলার ০১ বছর ০৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী ৮। মোঃ হৃদয় শেখ, পিতা- মোঃ ফরিদ শেখ, সাং- রামকান্তপুর, থানা ও জেলা-রাজবাড়ীকে নিজ বসতবাড়ী থেকে গ্রেফতার করেন, সিআর মামলার ০৩ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী ৯। মোঃ জাকির হোসেন সেক, পিতা- মোঃ ছালাম সেক, সাং- জালদিয়া, পোঃ- ঘোষের কুটি, থানা ও জেলা-রাজবাড়ীকে নিজ বসতবাড়ী থেকে গ্রেফতার করেন, ১০। মোঃ আতিয়ার রহমান, পিতা-মোঃ আজিজ শেখ, সাং- নুরপুর নতুন মাঠপাড়া, পোঃ-দাদশী থানা ও জেলা-রাজবাড়ীকে নিজ বসতবাড়ী থেকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদেরকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি-