Friday, January 24, 2025

রাজবাড়ী থেকে অবৈধ অস্ত্র গুলিসহ নান্নুকে আটক করেছে র‍্যাব

প্রেস বিজ্ঞপ্তিঃ  র‌্যাব-৮, বরিশাল এর ফরিদপুর ক্যাম্প কর্তৃক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় ব্যক্তি রাজবাড়ী জেলার সদর থানাধীন ফুলতলা শের-এ বাংলা রোড এর দক্ষিণ পাশে রেলওয়ে ম্যান্স অবসরপ্রাপ্ত কল্যান পরিষদ এর সামনে অস্ত্র বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদ অবহিত হওয়ার পর ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ২৮ নভেম্বর ২০২২ ইং তারিখ বিকেলে রাজবাড়ী জেলার সদর থানাধীন ফুলতলা শের-এ বাংলা রোড এর দক্ষিণ পাশে রেলওয়ে ম্যান্স অবসরপ্রাপ্ত কল্যান পরিষদ এর সামনে অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্রসহ একজন ব্যক্তিকে আটক করে।

আটককৃত ব্যক্তির নাম মোঃ নান্নু শেখ (৩৩), পিতা- মোঃ মোকারম শেখ, সাং- সোনাকান্দা, থানা- রাজবাড়ী সদর, জেলা- রাজবাড়ী।

 

এ সময় আটককৃত আসামীর হেফাজত (কোমর) হতে ১টি ম্যাগাজিনসহ ১টি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি এবং অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৩টি সীমকার্ডসহ ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

উদ্ধারকৃত বিদেশী পিস্তল ও অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here